বাড়ির চারপাশ সুন্দরভাবে সাজাতে সবারই ভালো লাগে। কিন্তু তারজন্য চাই সুন্দর একটি মন। আপনি যদি কোনো ফ্ল্যাটেও থাকেন আর আপনার মনে যদি ইচ্ছে থাকে, তবে আমি ব্যালকনিতেও টবের মধ্যে গাছ লাগিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন।
আর যাদের প্রচুর জায়গা আছে তাঁরা তো নিজের মন মতো বাগান সাজাতে পারেন। কথিত আছে কিছু ফুলগাছ বাড়িতে লাগানে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে।
জেনে নেওয়া যাক সেই ফুলগুলির কথা। আপনি চম্পা চামেলি গাছ লাগানো পারেন। বাড়িতে এই গাছ থাকা ভালো। তবে এই গাছ বাগানে লাগাবেন। জুই ফুল বাড়িতে রাখা খুব ভালো। এই ফুলের সুগন্ধ আপনার মনকে স্বস্তি দেবে। সাদা লিলি ফুল গাছ বাড়ির শোভা বাড়ায়। এই ফুল গাছ বাতাসকে শুদ্ধ রাখে।