ব্যাচেলর থাকলেও ট্যাক্স দিতে হয়? কোন দেশের নিয়ম

7
ব্যাচেলর থাকলেও ট্যাক্স দিতে হয়? কোন দেশের নিয়ম

বর্তমানে যদি কিছু কিনতে হয় তাহলে তার ওপর কর ধার্য করা থাকে। সে যত ছোট জিনিসই হোক না কেন সমস্ত জিনিসের ওপরই কর ধার্য থাকে, তবে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কোন কোন জিনিসের ওপর কর ধার্য করা রয়েছে। দেশের কেন্দ্রীয় বাজেট পেশ করার দিনে আপনাদের জানাবো এমন কিছু কর সম্পর্কে যা জানলে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যাবেন এবং ভাববেন যে এরকম বিষয়েও কর কিভাবে থাকতে পারে‌।

কখনো কি শুনেছেন যে আপনি যদি ব্যাচেলর হন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। টয়লেট যদি ফ্লাস করতে হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে, ট্যাটু যদি করতে হয় তাহলেও দিতে হবে ট্যাক্স। পৃথিবীতে বেশ কয়েকটা জায়গা রয়েছে যেখানে এরম অদ্ভুত অদ্ভুত জিনিসের জন্য ট্যাক্স দিতে হয়।

আমেরিকার মিসৌরি শহরে ব্যাচেলর যদি থাকতে হয় তাহলে দিতে হবে ট্যাক্স। সেখানে ২১ থেকে ৫০ বছর বয়সী ব্যাচেলর পুরুষদের দিতে হয় ট্যাক্স হিসেবে প্রায় এক ডলার।

মেরিল্যান্ডে টয়লেট ফ্ল্যাশ করার জন্য দিতে হয় ট্যাক্স যেখানে জলের খরচের দিকে নজর দেওয়ার জন্য প্রত্যেকটি বাড়িতে টয়লেট ফ্ল্যাশ করার জন্য নেয়া হয় ট্যাক্স হিসেবে পাঁচ ডলার।

আরকানসাসে ট্যাটু করার জন্য দিতে হয় ট্যাক্স। ট্যাটু করলে দিতে হয় ৬ শতাংশ কর।

ফ্যাট ট্যাক্স আরোপ করা হয় কেরালায়। কেরালায় ১৪.৫% নেওয়া হয়।

যদি পোষ্য থাকে তাহলে কর দিতে হয় পাঞ্জাবে। পোষ্য হিসেবে যদি কুকুর, বিড়াল, শূকর, ভেড়া থাকে তাহলে দিতে হয় ২৫০ টাকা করে কর, আর যদি গরু, ঘোড়া, ষাঁড় থাকে তাহলে দিতে হবে বছরে ট্যাক্স হিসেবে ৫০০ টাকা।