মানুষের আশীর্বাদে আমাদের সংসার সুখ শান্তিতে ভরে ওঠে। তবে খুব সহজে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় না। অনেক সময় পরিশ্রম করলেও ফল পাওয়া যায় না তবে শাস্ত্রমতে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে ঠাকুর ঘরে কয়েকটি জিনিস রাখা প্রয়োজন আর সেই গুলি হল-
1) ঠাকুর ঘরে অবশ্যই ঘণ্টা রাখতে হবে এবং প্রতিদিন পুজো শেষে বেশ কিছুক্ষণ ঘণ্টা বাজিয়ে দিলেই বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়ে যায় এবং পজিটিভ শক্তির আগমন ঘটে।
2) স্বস্তিকা বা ওম চিহ্ন রাখলে সংসারের সমস্ত অশান্তি দূর হয়ে যায়।
3) গৃহের বাস্তু দোষ কাটাতে ঠাকুর ঘরে যেন সর্বদা সূর্যের আলো প্রবেশ করতে পারে এই বিষয়টি লক্ষ রাখতে হবে।
4) বাড়ি থেকে অভাব দূর করতে প্রতিদিন পুজোর পর শঙ্খ বাজাবেন এতে কুবের দেবতা সন্তুষ্ট হন।
5) সন্ধ্যে দেওয়ার পর আসনের দু’দিকে দুটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন।
6) প্রতি বৃহস্পতিবারে ঠাকুরের আসনের সামনে ঘটের উপর আম পাতা নারকেল রেখে তা বদল করুন।