বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে বিয়ের প্রচলন আছে তবে ভারতের একটি দেশে অদ্ভুত রকমের বিয়ের প্রচলন আছে যা আগে কখনো শুনিনি। হ্যাঁ কথাটি একদম সত্যি ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় রাজস্থানের দেড়সর নামক গ্রামে এক ধরনের বিয়ের রীতিনীতির প্রচলন আছে। যা দেখে নেটবাসীরা চমকে গেছেন।
ওই গ্রামের রীতি অনুযায়ী একজন পুরুষকে পিতৃত্বের সুখ পেতে গেলে দুটি বিয়ে করতে হবে। ওই গ্রামবাসীদের মতে পিতৃত্বের সুখ পাওয়া দুটি বিয়ে ছাড়া সম্ভব নয়। ওই গ্রামীণ গ্রামে এমন অনেক বাড়ি আছে যেই বাড়ির ছেলেরা একটি বিয়ে করে তাদের সন্তান না আসায় তারা দ্বিতীয়বার বিয়ে করে সন্তান লাভ করে।
আবার অনেক বাড়ি আছে যারা দ্বিতীয়বার বিয়ে করেও সন্তান পায়নি তাই তারা তৃতীয়বার বিয়ের পথে হেঁটেছে। আবার এমন অনেক জন আছে যারা এই রীতিনীতিকে পছন্দ করেননি, তাই বিয়ে না করে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষের চিন্তাধারা যতই বদলাগ না কেন এই গ্রামের রীতিনীতি কিন্তু একই আছে।