একসাথে মোট 12 টি রাজ্যের রাজ্যপাল নতুন করে নিয়োগ হলো। এর সাথে আবার উপরাজ্যপাল পেল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও লেহ । আজ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ঘোষণা করা হয় নতুন বারোটি রাজ্যের রাজ্যপাল ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপর রাজ্যপাল এর নাম। বিহার ঝাড়খন্ড মহারাষ্ট্র হিমাচল প্রদেশসহ আরো বিভিন্ন রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করা হল। মোটকথা রাজনৈতিকভাবে সমবেদনশীল রাজ্যগুলির রাজ্যপাল পরিবর্তন করা হলো যার মধ্যে মহারাষ্ট্র , বিহার অন্যান্য রাজ্যগুলি রয়েছে। কিছুদিন আগেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোসিয়ারি শিবাজী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার কারনে বিজেপি অনেকটাই চাপে পড়ে গিয়েছিল, এবার সেই কারণে তাকে রাজ্যপাল থেকে সরানো হলো। এরপরে বিহারের রাজ্যপালকেও পরিবর্তন করা হলো। লক্ষ্য করা যায় এই দুটি রাজ্যেই জোট সংক্রান্ত বিষয় নিয়ে অনেকটাই চাপে বিজেপি। তাই এবার তাদের খামতি দূর করতে এমন কাউকে বসাতে চাইছে যারা কিনা, খামতি গুলো রাজভবনের মাধ্যমে সামনে নিয়ে আসবে। আগামী বছর লোকসভা নির্বাচন যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি। বিরোধীরা মনে করছে বিজেপি দলীয় স্তরে তো অবশ্যই সাথে প্রশাসনিক স্তরেও কোন খামতি রাখতে চাইছে না।
মোট বারোটি রাজ্যের যে রাজ্যপাল পরিবর্তন করা হল তাদের তালিকা নিচে দেওয়া হল।
অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হলেন এস আবদুল নাজির
ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচরণ
মণিপুরের নতুন রাজ্যপাল হলেন অনুসূয়া উইকে
নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন
ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণণ
হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা
অসমের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া
মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান
বিহারের নতুন রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর
মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন রমেশ বাইস
লাদাখের উপরাজ্যপাল হলেন ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা।
অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন কে টি পারনাইক
সিকিমের নতুন রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য
ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণণ।।