শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন গোর্খা জণমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। এদিন দুপুর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমার নিজস্ব কাজে হরিদুয়ার যাচ্ছি।
সরকার আমাকে কোন নিমন্ত্রণ করেনি। উপনির্বাচন ও বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি।
এর পাশাপাশি তিনি আরও বলেন আমি কোন রাজনৈতিক কথা বলে যাচ্ছি না আমি যাচ্ছি ওখানে চার পাঁচজন বাঁচ্চা আছে ডাক্তারি পড়ছে এর জন্যই যাচ্ছি। এরপর তিনি বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।