পৃথিবীতে নারী ও পুরুষের সম্পর্ক খুবই জটিল সম্পর্ক এবং তার সাথে সাথে এটি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক। যেকোন নারীই যায় কোন পুরুষকে আকর্ষিত করতে সেরকম ভাবেই পুরুষরাও যায় তাদের শৌযের মাধ্যমে নারীকে আকৃষ্ট করতে। কিন্তু হয়তো অনেকেরই অজানা রয়েছে মেয়েরা প্রধানত সাত ধরনের ছেলেদের কখনোই অপছন্দ করেননা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারা সব সময় এই সাত ধরনের মধ্যে একটি ধরণের ছেলেদেরকে তাদের জীবনে খুঁজে বেড়ায়। তাহলে জেনে নেয়া যাক সেই সাত ধরনের ছেলেদের বৈশিষ্ট্য
মেয়েরা সবসময় খুশ মেজাজী ছেলেদের পছন্দ করে থাকে। কারণ এসব বৈশিষ্ট্য ছেলেরা তাদের পার্টনারের মুড অনুযায়ী চলতে পারে। তার থেকেও বড় কথা হল এই ধরনের শরীরটা খুব open-minded সব কথা তার পার্টনারের সাথে শেয়ার করে যা একটি মেয়ে সবসময় চেয়ে থাকে তার পার্টনারের কাছ থেকে। এছাড়াও মেয়েরা সবসময় বুদ্ধিমান ছেলেদের পছন্দ করে থাকেন কারণ বুদ্ধিমান ছেলেদের সবসময় সেন্স অফ হিউমার থাকে। যা হয়তো খুব কম মানুষেরই থাকে আর বুদ্ধিমান ছেলেরা সব সময় তার পার্টনারের সুরক্ষা করতে সক্ষম।
অন্যদিকে মেয়েরা আত্মবিশ্বাসী বৈশিষ্ট্যের অধিকারী ছেলেদের খুবই পছন্দ করেন। এসব ছেলেদের সান্নিধ্যে থাকলে মেয়েরা সবসময় নিজেকে সুরক্ষিত মনে করে এবং কোন কিছু দিক থেকে হেরে যাওয়ার সম্ভাবনা থাকেনা পার্টনারের। মেয়েরা আর্টিস্ট ছেলেদের খুব পছন্দ করে অর্থাৎ যাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে তাদেরকে মেয়েরা সবার আগে স্থান দেয়। কারণ যখন পার্টনারের মুড অফ হয় তখন সে একটি সুন্দর গান গেয়ে তার পার্টনারের মুড ঠিক করে দিতে সক্ষম।
অন্যদিকে বেশিরভাগ মেয়েরাই চায় তাদের পার্টনার খুব রোমান্টিক হোক। কারণ মেয়েরা সবসময় চায় তার পার্টনার থাকে যেন খুবই ভালোবাসেন এবং তার খেয়াল রাখেন, রোমান্টিক পাটনাররা সে কাজটি করতে একেবারে দিগহস্ত। আবার যেসব ছেলেরা মেয়েদেরকে সম্মান করে তাদের জন্য আলাদা স্থান থাকে মেয়েদের মনে। এই ধরনের ছেলেরা মেয়েদের মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পারে কারণ একটি মেয়ে সবসময় চায় তার পার্টনার যেন তাকে সম্মান করে। মেয়েরা ভিনদেশী ছেলেদের বেশি পছন্দ করে থাকে। হয়তো অনেকেই এই কথাটি মানতে চাইবে না কিন্তু কথাতেই আছে বিপরীত জিনিস সবসময় আকর্ষিত করে।