বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সোহিনী সরকার। তিনি বরাবরই একটু অন্য ধারার ছবিতে কাজ করেন। আর যে সমস্ত সিনেমায় অভিনয় করে তাঁর সুনামের ঝুলি আরও ভারী হয়েছে সেগুলি হল ফড়িং, ভিঞ্চি দা, বিবাহ অভিযান, ক্রিসক্রস ইত্যাদি।
তাঁর মনের মানুষের নাম ইতিমধ্যে অনেকেই জানেন। অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে বছর কয়েক হল সম্পর্কে জড়িয়েছেন। এখন তারা লিভ ইন সম্পর্কে রয়েছেন। দুজনেরই খুব ঘোরার শখ। তাই মাসের পর মাস কাটিয়ে আসেন বিভিন্ন অজানা পাহাড়ি গ্রামে।
রবিবার সোহিনী নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। বি’কি’নি পরে প্রায়শই জলকেলি করার ছবি দেখা যায় সোহিনীর। এ ছবি যদিও খুব একটা নতুন নয়।
নীল রঙের জলে স্নান এর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন সোহিনী। ছবির ক্যাপশনে লিখেছেন, “লাইফ ইস কুল বাই দ্য পুল”। যদিও তার এই হ’ট ছবি দেখে কারোর কুল থাকার কথা নয়।
সোহিনীর এই ছবিতে অনেকে অনেক প্রশংসা করেছেন। তবে একজন নেটনাগরিক সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সোহিনীকে উপদেশ দিয়ে বসেছেন । কমেন্টে ব্যক্তি লিখেছেন, “এবার বিয়েটা করে নাও, টাক পড়ে যাচ্ছে তোমার”!