আমরা রান্নার কাজেই সাধারণত রসুন ব্যবহার করে থাকি। কিন্ত আমরা অনেকেই হয়তো জানিনা রান্না ছাড়া রসুনের আরও অনেক উপকারিতা রয়েছে। দেখে নেওয়া যাক রসুনের উপকারিতাগুলি।
রসুন ব্রণ কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন এক কোয়া করে রসুন খান। তারপর ঠান্ডা জল খেয়ে নিন। রসুন এবং টম্যাটো মিশিয়ে ভালো করে পেস্ট করে মুখে মাখিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এরকম সপ্তাহে ২,৩ দিন করে করলে ব্ল্যাকহেডস দূর হবে।
এজ স্পট, ডার্ক স্পট থেকে দূরে রাখে রসুন। এরজন্য ১ কোয়া রসুনের সঙ্গে লেবু এবিং মধু মিশিয়ে খান। রসুনের রস মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয়, সাথে চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন রসুন চিবিয়ে খান।
স্কিন ইনফেকশন থেকে মুক্তি পাবেন। রসুন খুশকি কমাতে সাহায্য করে। নারকেল তেলের মধ্যে কয়েক কোয়া রসুন এবং অল্প পরিমান গোল মরিচের গুঁড়ো মিশিয়ে নিয়ে অল্প আঁচে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে ভেজা চুলে লাগান।২০ মিনিট পর ধুয়ে ফেলুন।এতে আপনার চুল কালো থাকবে।