জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ৮৪ জন কর্মীর মর্মান্তিক মৃত্যু হলো সিয়েরা লিওনে

40
জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ৮৪ জন কর্মীর মর্মান্তিক মৃত্যু হলো সিয়েরা লিওনে

পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে সম্প্রতি ঘটে গেল একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ৮৪ জন কর্মীর মর্মান্তিক মৃত্যু হলো। সিয়েরা লিওনের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির সংযোগ পরিচালক মোহাম্মদ ল্যামরানে বাহ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সঙ্গে জানিয়েছেন, বিস্ফোরণের পর অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

আপাতত প্রশাসন মৃতদেহ উদ্ধার করে সৎকার চালাচ্ছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে। ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার ফেসবুকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ওয়েলিংটনের বাই বুরেহ রোডের পাশে একটি জ্বালানিবাহী ট্রাক অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষের পরে ঘটে গিয়েছে এই বিস্ফোরণ।

বিস্ফোরণে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর অনেকেই ওই ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে এসেছিলেন। তারপর সেখানে বিস্ফোরণ ঘটে যায়। এতে আহত হন বহু সাধারণ মানুষ। আগুনের কবলে পড়ে মৃত্যু হয়েছে বহু সাধারণের।