ছয় সদস্যের কমিটির রিপোর্ট জমা পরতেই কী তাহলে নয়া নিয়ম চালু হবার আশঙ্কা দেখা দিল? কী নয়া নিয়ম আসুন জানবো আজকের এই প্রতিবেদনে। তার জন্য অত্যন্ত মনোযোগ সহকারে আজকের এই প্রতিবেদনটি পড়তে হবে। এবার থেকে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড বা মিজোরাম মণিপুরের মত পর্যটকদের সিকিম বেড়াতে গেলেও নিতে হবে পারমিট।
পর্যটকদের মিজোরাম বা নাগাল্যান্ডের বিশেষ কিছু এলাকায় বেড়াতে গেলে নিতে হতো আইএলপি বা বিশেষ অনুমতি। আই এলপির অর্থ ইনার লাইন পারমিট। মূলত সেখানকার আদিবাসী জনজাতিদের সুরক্ষার স্বার্থেই অনুমতি প্রয়োজন হয়, ঠিক তেমনি দীর্ঘকালের দাবি ছিল সিকিমের ক্ষেত্রেও। এই দাবির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও। তিনি মনে করেছিলেন এই আই এল পি চালু করা অত্যন্ত প্রয়োজনীয় আর তার জেরেই একটি কমিটি গঠন করেছিল সিকিম সরকার, যা এবছর ফেব্রুয়ারি মাসে গঠন করা হয়। তাঁরা মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় মনিপুর প্রভৃতি রাজ্যে ঘুরে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি দেখে এসেছেন কিভাবে আইএলপি দেয়া হয় এবং আইএলপি সুবিধা এবং অসুবিধাগুলিও।
সিকিমের মুখ্য সচিবের কাছে সে রিপোর্ট জমাও দিয়েছেন তাঁরা। তাতে স্পষ্ট করে আইএলপি চালু করা নিয়ে কিছু বলা নেই। কমিটির রিপোর্ট নিয়ে সিকিমের শীর্ষ আধিকারিকরা মুখ্যমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ আধিকারিকের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। রিপোর্টে সুস্পষ্ট উল্লেখ না হলেও গুঞ্জন শোনা গিয়েছে সিকিমে আইএলপি চালু করা নিয়ে।