পুনিতের দত্তক নেওয়া ১৮০০ শিশুর দায়িত্ব নিলেন বন্ধু অভিনেতা বিশাল

62
পুনিতের দত্তক নেওয়া ১৮০০ শিশুর দায়িত্ব নিলেন বন্ধু অভিনেতা বিশাল

সদ্য কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির আকাশ থেকে ক্ষতি হয়েছে একটি তারা। পুনিত রাজকুমারের মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমা জগৎ। তার মৃত্যুতে যেমন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়েছে, তেমন প্রায় আঠারোশো অনাথ শিশুও ফের একবার মাথার উপর থেকে ছাদ হারিয়ে ফেলেছিল। এই অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে ফের একবার অনাথ হয়ে গিয়েছিল তারা।

সেই শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরেক তেলেগু অভিনেতা বিশাল। বিশাল পুনিতের বন্ধু ছিলেন। বন্ধুর মৃত্যুতে তিনি একজন প্রকৃত বন্ধুর মতোই কাজ করলেন। নিজের টাকা খরচ করে নিতে স্বপ্ন পূরণ করবেন তিনি। বিশাল জানিয়েছেন, প্রয়োজনে নিজের সম্পত্তি বিক্রি করবেন, তবুও ওই আঠারোশো ছেলে-মেয়ের বিনামূল্যে পড়াশোনার সুযোগ কেড়ে নিতে দেবেন না।

তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে ইন্ডাস্ট্রি। গত শুক্রবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে আচমকা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পুনিত রাজকুমার। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকদের প্রবল প্রচেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মাত্র 46 বছর বয়সেই তার মৃত্যু হয়।

বিশিষ্ট সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে চিকিৎসকরা জানিয়েছিলেন, যখন অভিনেতাকে হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা সঙ্কটজনক ছিল। যথাসাধ্য চেষ্টা করার পরেও ‘আপ্পু’কে বাঁচানো সম্ভব হয়নি চিকিৎসকদের পক্ষে।