শিলিগুড়ি মহকুমার ডাঙ্গাপাড়াতে চার চাকা গাড়ি ও বাইকের সংঘর্ষ। এই ঘটনায় বাইক আরোহীর। মৃতের নাম রনিত হানসা(৩৭)। সে জয়েনন্তিকা চা বাগানের বাসিন্দা।
জানা গিয়েছে যে এদিন বুধবার রাতে ওই যুবক বাইক নিয়ে রাস্তা পারাপার করছিল। ঠিক সেই সময় ইসলামপুরের দিকে থেকে আসা একটি চার চাকা গাড়ি স্বজরে ধাক্কা মারে। এবং গুরুতর আহত হয় বাইক আরোহী। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ।
এরপর পুলিশ গিয়ে আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপর এই ঘটনার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় চার চাকা গাড়ি চালক। পুলিশ দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।