চারটি পথ কুকুর কে গরম পিচে ফেলে মেরে ফেলার চেষ্টা একদল দুষ্কৃতির।
নৃশংস এই ঘটনাটি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার।
তিনদিন পর এই শারমেয়দের উদ্ধার করে এক পশু স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। শুরু হয়েছে চিকিৎসা।
শারমেয়দের উপর এমন নির্যাতনের পর ইংরেজবাজার শহরে প্রতিবাদে নামে পশু প্রেমীরা।সেই প্রতিবাদী যূবক-যুবতীর উপর হামলার অভিযোগ। ঘটনা ঘিরে উত্তেজনা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে মালদা শহরের অভিরামপুর এলাকায়। মোবাইল এবং ক্যামেরা ভেঙে দেওয়ারও অভিযোগ।
দুইজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে পশুপ্রেমীরা।
জানা গিয়েছে পশুপ্রেমীদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায়।