হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না ৷ মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। এদিন বক্তৃতা চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷
শুক্রবার সকালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হন। ভয়াবহ এই ঘটনা ঘটে পশ্চিম জাপানের নারা শহরে। ‘দ্য জাপান টাইমস’ সূত্রে খবর, পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা করার সময় আবের উপর গুলি চলে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা শেষমেশ ব্যর্থ হয়ে গেল।
আবেকে দু’বার গুলি করা হয়। দ্বিতীয় গুলিটি তাঁকে পিছনে আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক বন্দুকের গুলির আওয়াজের মতো কিছু শুনতে পান এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেন।
জানা গিয়েছে, আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে। টোকিওর প্রাক্তন গভর্নর ইয়োচি মাসুজো একটি টুইট বার্তায় জানান, ৬৭ বছর বয়সি আবের কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হয়।