রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূল দলে ফিরে যাওয়ার পর থেকেই কার্যত বিজেপি নেতা প্রবীর ঘোষালের গলাতে দলবিরোধী সুর শোনা যাচ্ছিল। যার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের জোর গুঞ্জন শুরু হয়। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন বিজেপি গঙ্গার মত পবিত্র দল। তার পবিত্রতা নষ্ট করা যাবে না।
দিলীপ ঘোষ বলেছেন, বিজেপিতে আসার পর কেউ কেউ বলছেন তারা আগে ভুল করেছেন। আবার কেউ কেউ বলছেন তারা এখন ভুল করেছেন। তবে বিজেপি গঙ্গার মত পবিত্র। আগেও ছিল, এখনো আছে। ভবিষ্যতেও থাকবে। তবে সেই পবিত্রতাকে অনেকে ঠিক সহ্য করতে পারছেন না। তাই দল বদলুদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের মন্তব্য, যারা এঁদো পুকুরে ছিলেন তারা সেখানেই চলে যান। এতে বিজেপির কোনো সমস্যা নেই।
প্রসঙ্গত, সম্প্রতি প্রবীর ঘোষাল সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রবীর ঘোষালের সঙ্গে তার আগেও যোগাযোগ ছিল। যোগাযোগ এখনো আছে। এই নিয়ে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় তিনি লিখেছিলেন কেন বিজেপি করা যায় না। সেই নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা।
প্রসঙ্গত একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লি গিয়েছিলেন। বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে উত্তরপাড়াতে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও প্রবীর ঘোষাল পরাজিত হয়েছেন। সেইসঙ্গে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।