ফের একবার বড়সড় সাফল্য পেল বনদপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির তিনবাত্তি এলাকায় অভিযান চালায় বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতত্বের বনকর্মীরা। এরপর সেখান থেকে হাতির দাঁত সহ একজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতের নাম মণিকান্ত গোয়ালা। সে আলিপুরদুয়ারের বাসিন্দা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে গোপন সূত্রে খবর আসে যে একটি হাতির দাঁত শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে শিলিগুড়ির তিনবাত্তি এলাকায় অভিযান চালায় বেলাকোবা রেঞ্জের রেঞ্জারের নেতত্বে বনকর্মীরা। তবে বনদপ্তরের উপস্থিত বুঝতে পেরে ঘটনাস্থল থেকে দুজন চম্পট দিলেও হাতির দাঁত সহ একজনকে গ্রেফতার বনকর্মীরা।
এরপর গ্রেফতার করে বনবিভাগে নিয়ে যায়। ধৃতের কাছ থেকে ৩কেজি ওজনের একটি হাতির দাঁত উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে বনদপ্তর।