মঙ্গলবার কথাটির মধ্যেই এক অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে। মঙ্গল মানেই সকলের সুখ ও শান্তি। তাই তো এই মঙ্গলবারের একটা আলাদা গুরুত্ব আছে। মঙ্গলবারকে অনেকেই নিষ্ঠার সঙ্গে পালন করেন। এদিন মা মঙ্গলচণ্ডী, হনুমান ঠাকুরের পূজা করা হয়। তাই অনেকে এদিন নিরামিষ খাবার আহার করেন। তবে জীবনে সাফল্যের শিখরে পৌঁছাতে হলে কিন্তু এই মঙ্গলবার নিষ্ঠার সঙ্গে পালন করাটা অত্যান্ত জরুরী।
এই দিনে বিশেষ কয়েকটি কাজ করতে হবে। তাহলে আর্থিক দিক থেকে জীবনের যেকোনো সমস্যা সহজেই দূর হয়ে যাবে। মোট ১১ টি মঙ্গলবার করতে হবে। আর্থাত্ পরপর এগারটি। কিন্তু সেই দিনগুলিতে কি কি করতে হবে দেখে নিন-
১. প্রতি মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজিকে আরাধনা করতে হবে। তাই তো প্রতি মঙ্গলবার সিঁদুরের সঙ্গে চামেলি তেল মিশিয়ে হুমানজিকে কপালে পড়াতে হবে। তারসঙ্গে ১০৮ বার ‘ওম রাম দূতায় নমঃ’ মন্ত্র জপ করতে হবে।
২. টানা এগার মঙ্গলবার রাতে হনুমানজির সামনে রোজ সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে হবে। এতে যেকোনো সমস্যা প্রদীপের আগুণে উধাও হয়ে যায়।
৩. প্রতি মঙ্গলবারে হনুমান চালিশা পাঠ করে রামায়ন পড়া শুরু করে শেষ করতে হবে। অবশ্যই সম্পূর্ণ করতে হবে।
৪. প্রতি মঙ্গলবার ১১টি বোঁদের লাড্ডু দিতে হবে এবং সেই লাড্ডু ভক্তদের মধ্যে বিলিয়ে দিতে হবে।
৫. প্রতি মঙ্গলবার ধূপ দিয়ে হনুমানজিকে আরাধনা করতে হবে।
৬. ভূত ও প্রেতের হাত থেকে রক্ষা পেতে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতে হবে।
৭. শনির প্রকোপ থেকে রক্ষা পেতে প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করতে হবে।
৮. জীবনে যেকোন সমস্যা থেকে রেহাই পেতে অবশ্যই প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করা প্রয়োজন।