সপ্তাহের সাত দিনের মধ্যেই মঙ্গলবারের গুরুত্ব অনেকটাই বেশি, মঙ্গলবার মা মঙ্গল চণ্ডীর দিন বলে মনে করা হয় তাই সংসারের সার্বিক উন্নতি কিংবা সৌভাগ্যের জন্য মঙ্গলবার কয়েকটি নিয়ম মেনে চলতে বলা হয়। আর সেই সমস্ত নিয়মগুলি হল-
1. প্রতি মঙ্গলবার হনুমান ঠাকুরের পুজো করুন এটি জীবনের সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব। শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরে লাল ফুল হনুমান ঠাকুরের পায়ে অর্পণ করুন এতে যে কোনও বাধা সহজেই কেটে যাবে।
2. লাল রং মঙ্গলবারের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এই দিন লাল বস্ত্র পড়লে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়।
3. যদি সম্ভব হয় সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন। একই হনুমানজির পুজো অন্য দিকে মা মঙ্গল চণ্ডীর জন্য মঙ্গলবার করে থাকেন অনেকেই তাই এ দিন সিদ্ধ ভাত এবং আঁশ ও পেঁয়াজ জাতীয় খাবারকে বাদ দিন।
4. মঙ্গলবার হনুমান জি ছাড়া দুর্গা কালী অথবা আপনার ইষ্ট দেবতাকে উপোস করে আরাধনা করতে পারেন সেক্ষেত্রে আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য।