দেবাদীদেব মহাদেবের কৃপা পেতে প্রতি সোমবার নিয়ম মেনে করুন এই কাজ, মিলবে সাফল্য

55
দেবাদীদেব মহাদেবের কৃপা পেতে প্রতি সোমবার নিয়ম মেনে করুন এই কাজ, মিলবে সাফল্য

সোমবার এটা হল দেবাদীদেব মহাদেবের দিন। এই দিন যদি উপোস করে তার পূজা করা যায় তবে ভগবান তুষ্ট হয়ে আশীর্বাদ করে।

টানা ১৬ সোমবার উপোস করে শিবের পূজো করলে জীবনের সব সমস‍্যা দূর হয়ে যায়।

জীবনে অনেক উন্নতি হবে। মনের সববাসনা পূর্ণ হবে। বৈবাহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে।

এটা মানা হয় যে ওম নমঃ শিবায় বলে জপ করলে মনের আত্মবিশ্বাস বাড়বে। ফলে জীবনে সফল হতে বেশী সময় লাগবে না।।