সপ্তাহান্ত মানেই একটু আরাম, সাথে জমিয়ে ভুরিভোজ ও সাথে সারা সপ্তাহের বাজার করে রাখা। মাছ, মাংস কেনা যতটা সহজ হয়ে থাকে, কারণ এগুলো একেবারে কাচামালের মধ্যেই পরে সবজিও। কিন্তু এর সাথে তেল নুন, হলুদ অর্থাৎ রান্নাঘরের যে সমস্ত শুকনো জিনিস পত্র রয়েছে সেগুলো একটু দেখেশুনেই কেনা উচিৎ। কারণ অনেকেই ভাবে এ আর এমন কি, কিন্তু এখানেই মানুষ ভুল করে ফেলে।
তাই এই ভুল করতে না চাইলে, মুদিখানার বাজার করার আগে একটা পরিকল্পনা করে ফেলুন। তাহলেই দেখবেন আর সমস্যা হচ্ছে না। প্রথমেই মুদিখানার বাজার করার জন্য আপনাকে বানিয়ে ফেলতে হবে একটি তালিকা। তালিকা করার ক্ষেত্রেও রয়েছে এক প্রকার ধরন। কাগজে জিনিসের নাম ও পরিমাণ লিখে ফেলুন। এবার দোকানে পৌছে তালিকা মিলিয়ে জিনিস কিনে আনুন, এতে বাড়তি খরচ হওয়ার আশঙ্কা কম।
এমন কিছু কিছু জিনিস আছে, যেগুলো এক বারে কিনে আনা যায় না, কারণ সেটা ২-৩ দিনের বেশী ভালো থাকে না , নষ্ট হয়ে যায়। পাউরুটি, কেক, পনির, জুশ। তাই এই সমস্ত জিনিস ২-৩ দিনের জন্য করেই কিনে আনুন। মাথায় রাখবেন যেগুলো একসাথে কিনে আনলে আপনার সাশ্রয় হচ্ছে সেগুলো একবারে কিনে আনাই ভালো। হ্যান্ডোয়াশ, ডিটারজেন্ট, শ্যাম্পু, সাবান, ডাল, চিনি, মশলা। এই সমস্ত জিনিস একবারে কিনে আনলে যেমন সাশ্রয়ও হয় তেমনি বারবার কিনতে যেতেও হয় না।।