মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটলো একই পরিবারের ৫ সদস্যের

51
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটলো একই পরিবারের ৫ সদস্যের

ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বর্ধমানের কামনাড়া এলাকায়। একটি চারচাকা গাড়িতে 11 জন কলকাতা থেকে মুর্শিদাবাদে ফিরছিলেন। পথ দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সদস্যের মৃত্যু হল। মৃতদের নাম রাসেদ শেখ(৬০), সায়েনুর খাতুন(১৭), সোনালী খাতুন(১৯), সায়ন শেখ (৩)। মোট মৃতের সংখ্যা 6।

দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর 5 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি 6 জনের অবস্থাও আশঙ্কাজনক। গতকাল এয়ারপোর্ট থেকে পরিবারের এক সদস্যকে নিয়ে ফিরছিলেন তারা। পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বললেন কালীপুজোর রাতে ঘটে গিয়েছে এমন মর্মান্তিক দুর্ঘটনা। এই পরিবারের একজন সদস্য মুম্বাইতে কাজ করতেন। পরিবারের একজন সদস্যকে বাড়িতে রেখে গোটা পরিবার তাকে আনতে গিয়েছিলেন কলকাতাতে। পথে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। যাতে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে।

পথ দুর্ঘটনার কারণে দেশজুড়ে প্রতিবছর প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে ৭,২৭০ কোটি টাকার রাজ্য সহায়তা প্রকল্পের সূচনা করা হচ্ছে। এতে পথ দুর্ঘটনা কমবে বলেই আশা করা হচ্ছে।