দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, রাজ্যে এখন কান পাতলেই কোনো না কোনো দুর্নীতির খবর পেয়েই যাবেন। তাছাড়া সেই সব দুর্নীতির সাথে এখন নাম জড়াচ্ছে শাসক দলের অনেক নেতা মন্ত্রীর। যার কারণেই শাসক দল অনেকটাই চাপের মধ্যে। সম্প্রতি জানা গেছে দমকলে নিয়োগ দুর্নীতি হয়েছে। আর সেই নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে নদিয়ার তেহট্টের তাপস সাহার বিরুদ্ধে।
কলকাতা হাই কোর্টে সেই মামলা দায়ের করা হয়েছে, এবার বিচারপতি রাজাশেখর মান্থার অনুমতিতে। আগামীকাল মঙ্গলবার এর শুনানি হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে জেলাপরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা সাংবাদিকদের কাছে দাবি করেছে, স্কুলের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে তাপস। সাহা, এমনকি দমকলের চাকরি দেওয়ার ক্ষেত্রেও তাপস বাবু জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এই অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে, আর এটি টুইট করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী অরুঞ্জ্যোতি তিওয়ারি। আজ সোমবার আইনজীবী রাজাশেখর মান্থার দারস্থ হন। সেখানেই তিনি তার কাছ থেকে অনুমতি চান মামলা করার জন্য। আর সেই অনুমতি দেন রাজাশেখর মান্থা। যার শুনানি আগামীকাল মঙ্গলবার করা হবে।