জেনে নিন ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের মাহাত্ম

37
জেনে নিন ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের মাহাত্ম

২৬ নভেম্বর দেশ জুড়ে পালন হয় সংবিধান দিবস। আর এই সংবিধান দিবস অনেক বছর থেকেই পালন হয়ে আসছে। ২০১৫ সালে ১৯ নভেম্বর কেন্দ্র সরকারের তরফ থেকে এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়, আর তার পর থেকেই এই দিনটিকে সংবিধান দিন হিসেবে পালন করা হয়।

জানা যায়, বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে এই সংবিধান দিবস পালন করা হয়। তার ১২৫ তম তার জন্মদিনে এই উদ্যোগ নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কারণ তিনি ছিলেন সংবিধানের স্রষ্টা। অবশ্য তার জন্মদিন এর দিন আগে আইন দিবস হিসেবে পালন করা হত।

এর প্রথম সংশোধন করা হয় প্রথম ১৯৫১ সালে।এবং ২০১৯ সালে ১০৩ তম সংশোধন করা হয়। এর মধ্যে লেখা আছে সামাজিক ভাবে ও অর্থনৈতিক ভাবে অনগ্রসর জাতি গুলিকে অগ্রগতির জন্য স্বীকৃত পদক্ষেপ করা। এর সাথে স্কুল গুলোতে এদের জন্য ১০ % হারে সংরক্ষণের ব্যবস্থা করা। এখনও পর্যন্ত ১০৩ বার যে সংশোধন করা হয় তার মধ্যে ৯৯ তম সংশোধনটিতে জুডিশিয়াল কমিশন গঠন হয়েছে, যা সুপ্রিমকোর্টের মাধ্যমে সংবিধান গঠন হয়ে।