গলব্লাডারে বা পিত্তথলি থাকে লিভারের পাশেই। এই পিত্তথলি থেকে যে পিত্তরস নির্গত হয় তা হজমে সাহায্য করে। গলব্লাডারের সমস্যায় সাধারণত পুরুষের থেকে মহিলারাই বেশি আক্রান্ত হন। আসুন জেনে নেওয়া যাক গলব্লাডারে পাথর হওয়ার লক্ষণগুলি।
পেটে উপরের অংশে ডানদিকে তীব্র ব্যথা অনুভূত হয়। গলব্লাডারে স্টোন হলে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। চর্বিযুক্ত খাবার অথবা মাংস খেলে পেটে ব্যথা হয়। জ্বরের সঙ্গে জন্ডিসও হতে পারে। এই সমস্ত লক্ষণ দেখা দিলেই সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে যান।