লাল রঙের চুনি সবচেয়ে উৎকৃষ্ট হয়। তবে চুনি কমলা, গোলাপি রঙেরও হতে পারে।
মায়ানমার, তাইল্যান্ড, শ্রীলঙ্কা, নরওয়ে, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চুনির সন্ধান পাওয়া যায়। তবে কোন চুনি খাঁটি? কি করে জানবেন? দেখে নিন।
চুনি রুপোর পাত্রে রেখে সূর্যের আলোতে ধরলে পাত্রটি রক্তবর্ণ হয়। চোখের পাতায় চুনি রাখলে ঠান্ডা অনুভূত হয়।
আপনি যদি খাঁটি দুধের মধ্যে কয়েক ঘন্টা চুনি ডুবিয়ে রাখেন তবে দুধ গোলাপি রং ধারণ করে।
চুনি আতচ কাঁচের মতো সূর্যের আলোতে ধরলে কাগজে আগুন ধরে যায়।