টাকার লোভে মেয়েকে বিক্রি করে দিল বাবা, আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন বিভিন্ন ধরনের খবর দেখতে পারি। আর তারমধ্যেই অনেক অদ্ভুত সব ধরনের খবর আমাদের সামনে আসে। তার মধ্যে এটিও একটি , এক ব্যাক্তি টাকার জন্য বিক্রি করে দিল নিজের মেয়েকে। ৩৮ বছরের ব্যাক্তির কাছে তার মেয়েকে বিক্রি করে দিল, এবং সেই ব্যক্তি আবার মেয়েটিকে বিয়েও করে নিল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঢোলপুর জেলায়। মেয়েটির বয়স মাত্র ৭ বছর, তাকে বিয়ে করেছে ৩৮ বছরের এক ব্যক্তি। এই খবর পুলিশের কানে পৌঁছতেই পুলিশ গিয়ে গ্রেপ্তার করে সেই ব্যক্তিকে ও উদ্ধার করে মেয়েটিকে।
মেয়েটির বাবা সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করে দেয় সেই ব্যক্তির কাছে। পুলিশ সমস্ত কিছু জানতে পেরে সেই মধ্যবয়স্ক ব্যক্তিকে গ্রেফতার করে এবং আরো তথ্য পায় যে, সেই ব্যক্তি কোন এক বেআইনি কাজের কারণে জেলে ছিল সেখান থেকে ছাড়া পেয়ে , রাজস্হানে বসবাস শুরু করে। গত মঙ্গলবার পুলিশ গিয়ে সে ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং মেয়েটিকে উদ্ধার করে বলে জানা গেছে ।।