ফাস্টট্রাক ডিজিটাল হাতঘড়ির জগত কাঁপিয়েছিল। ফাস্টট্রাক সেই জগত দাপানোর পর এবার স্মার্টওয়াচের দুনিয়াতেও পা রাখতে চলেছে। এই প্রথমবার মধ্যবিত্তের বাজেটের মধ্যে ফিচারপ্যাকড স্মার্টওয়াচ আনতে চলেছে সংস্থাটি।
শুধু তাই নয়, এমন কিছু ফিচার এনেছে সংস্থাটি, যা কার্যত স্মার্টফোনের জমানায় একেবারে নতুন। সংস্থার দাবি, তরুণ প্রজন্মদের জন্য এক্কেবারে মনের মতো হতে চলেছে এই স্মার্টঘড়িটি।
এই স্মার্ট হাতঘড়িতে প্রতিমুহূর্তে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত আপডেট পৌঁছে দেবে আপনার মোবাইলে, সেই সমস্ত ফিচারই রয়েছে। আপনার হার্টরেট থেকে শুরু করে রক্তে অক্সিজেনের স্তর, শরীরের তাপমাত্রা এমনকী আপনি ক’পা হাঁটলেন, তাও বলে দেওয়া সম্ভব এই হাতঘড়ির সাহায্যে। আপনি কতখানি শরীরচর্চা করলেন কিংবা ঠিক কী পরিমাণ ক্যালোরি ঝরালেন, সবই নিখুঁত ভাবে বলে দেবে স্মার্টওয়াচ।
এমনই সেন্সর ব্যবহার করা হয়েছে স্মার্টওয়াচ। সাধারণত ব্লুটুথের মাধ্যমে মোবাইলের সঙ্গে কানেকটেড থাকে এই স্মার্টওয়াচ। আপনার সমস্ত তথ্যই তা সময়ে সময়ে পৌঁছে দিতে থাকে মোবাইল অ্যাপে। সে সমস্ত সুবিধাই থাকছে Fastrack-এর এই স্মার্ট হাতঘড়িতে।