প্রত্যেকেই বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ করে রাখতে ব্যাস্ত! হুলুস্থূল কাণ্ড চিনে

42
প্রত্যেকেই বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ করে রাখতে ব্যাস্ত! হুলুস্থূল কাণ্ড চিনে

হঠাৎ করেই চীনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দোকানে গ্রাহকদের ভিড় জমে গিয়েছে। প্রত্যেকেই নিজেদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যোগান রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে চাহিদার সঙ্গে তাল রেখে যোগান দিয়ে উঠতে পারছেনা সংস্থাগুলি। ফলে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

তবে হঠাৎ করে কি এমন ঘটলো? চিনে এমন হুলুস্থূল পড়ে যাওয়ার কারণ সরকারের তরফ থেকে প্রকাশ করা একটি নির্দেশিকা। সরকার নির্দেশ দিয়েছে চীনের বাসিন্দারা যেন যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিস নিজের বাড়িতে মজুদ করে রাখেন। এর পেছনে প্রধানত করোনাকেই দায়ী করা হচ্ছে।

চীনে ক্রমাগত করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শীতকালে করোনা সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই সকলকে প্রয়োজনীয় সামগ্রী বাড়িতেই স্টক করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আর এতেই কার্যত প্রমাদ গুনছে দোকানিরা। কারণ ক্রেতাদের ভিড়ে কার্যত চাহিদার সঙ্গে যোগানের বিস্তর পার্থক্য দেখা দিয়েছে। ফলে সকলেরই সমস্যা হচ্ছে। অনলাইনেও চলছে কেনাবেচা। তবে শুধু করোনা নয় চীন এবং তাইওয়ানের যুদ্ধ নিয়েও কার্যত চীনের বাসিন্দাদের মনে আশঙ্কা দেখা দিয়েছে।