এই গ্রামের প্রত্যেকে ধনী কিন্তু তারা কেউ পোশাক পড়ে না!

30
এই গ্রামের প্রত্যেকে ধনী কিন্তু তারা কেউ পোশাক পড়ে না!

পৃথিবীতে হাজারো এমন গ্রাম বা শহর রয়েছে বা এমন নিয়ম রয়েছে যার কথা আমরা কেউ জানি না। এমন অনেক নিয়ম কানুন রয়েছে যা আমাদের ধারণার বাইরে। তবে এই নিয়মগুলি কেন বানানো হয়েছে বা এই নিয়মের পেছনে কি কারণ রয়েছে তা না জানা গেলেও এই নিয়ম কিন্তু মেনে চলা হয়। যুগের পর যুগ।

তেমনি হয়তো আপনারা জানেন না এমন একটি নিয়মের কথা যা আজ আপনাদের বলতে চলেছি আমরা। পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে কোন মানুষ দরিদ্র নন বরং তাদের প্রত্যেকের কাছে রয়েছে অনেক অর্থ। কিন্তু তাদের মধ্যে রয়েছে এমন কিছু অদ্ভুত অভ্যাস যা আপনাকে অবাক করে দেবে। গ্রামটির নাম স্পিয়েলপ্ল্যাটস। এই গ্রামে যে সমস্ত মানুষ বসবাস করেন তারা প্রত্যেকে ধনী কিন্তু তারা কেউ পোশাক পড়ে না।

এমন নয় যে তাদের পোশাক কেনার ক্ষমতা নেই কিন্তু তারা ৮৫ বছর ধরে পোশাকহীন জীবনযাপন করতে অভ্যস্ত। আধুনিক মানুষের মতো তারা সুইমিং পুলক ক্লাব পার্টি সবকিছুই করেন কিন্তু পোশাক পরেন না।। জানলে অবাক হয়ে যাবেন এই গ্রামের মানুষের পাশাপাশি পর্যটকদের জন্য কিন্তু রয়েছে একই ব্যবস্থা। আপনি যদি ওই গ্রামে থাকতে চান তাহলে আপনাকে পোশাক ছাড়াই আসতে হবে এবং থাকতে হবে।

গ্রামের বাইরে গেলে কিংবা শীতকালে যদি ভ্রমণ করা হয় সেক্ষেত্রে পোশাক পরা হয় কিন্তু বাকি সময় পোশাক ছাড়াই জীবন যাপন করেন এই গ্রামের মানুষেরা। এর পেছনের কারণ কিন্তু এমন কোন বড় নয় এর পেছনের কারণ হলো এখানকার মানুষ সর্বদা মুক্ত থাকতে চান এবং ঠিক এই কারণেই তারা পোষাক পড়েন না।