ট্রেনের টিকিট হারিয়ে গেলেও করা যাবে সফর! জানুন কীভাবে

44
ট্রেনের টিকিট হারিয়ে গেলেও করা যাবে সফর! জানুন কীভাবে

আজকাল ট্রেনে চড়তে গেলে অবশ্যই ক্রিকেটের প্রয়োজন। টিকিট ছাড়া যদি আপনি ট্রেনে ওঠেন তাহলে চেকিং করার সময় যদি আপনার টিকিট না দেখতে পায় রেল কর্তৃপক্ষ তাহলে হতে পারে আপনার মোটা অংকের টাকা ফাইন। এমন অনেকেরই হয় যে টিকিট কেটে ট্রেনে উঠেছে কিন্তু হঠাৎই কোন কারণে তার টিকিটটি হারিয়ে গেছে। এরকম সময়ে কেউই আবার দ্বিতীয়বার টিকিট কিনতে চান তবে অনেকেরই ভয় থাকে টিকিট ছাড়া আবার ট্রেনে উঠতে।

কিন্তু আপনার টিকিট যদি হারিয়ে যায় তবুও আপনি পারবেন ট্রেনে সফর করতে। আসুন জেনে নিই কিভাবে আপনি হারিয়ে ফেলা টিকিট ছাড়াই সফর করতে পারবেন ট্রেনে। যদি আপনার টিকিট হারিয়ে যায় তাহলে আপনি এটি ডুপ্লিকেট টিকিট ইচ্ছা মতন বের করে নিতে পারবেন। এর জন্য অল্প কিছু টাকা আপনাকে খরচ করতে হবে। ইন্ডিয়ান রেল গভর্নমেন্ট ইন অনুযায়ী আরএসি টিকিট যদি আপনার হারিয়ে যায় তবে সেই কথাটা আপনাকে রেল কর্তৃপক্ষকে জানাতে হবে তবেই আপনি ডুবলিকেট টিকিট পেতে সক্ষম হবে।

একইভাবে এই ডুবলিকেট টিকিট আপনি কি ভাবে পাবেন সে পদ্ধতিও আপনার জানতে হবে। যদি আপনি সেকেন্ড অথবা স্লিপার ক্লাসের কোন টিকিট হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাকে ডুবলিকেট টিকিট বের করতে মাত্র খরচ করতে হবে ৫০ টাকা। অন্য যদি ক্লাসের কোন টিকিট হারিয়ে থাকে সে ক্ষেত্রে ডুবলিকেট টিকিট বের করতে আপনার ১০০ টাকা খরচ হতে পারে।

যদি ট্রেনের প্যাসেঞ্জারের চার্ট তৈরি হয়ে যায় এবং তার পরে যদি আপনার ডুবলিকেট টিকিট বের করতে হয় তখন সে ক্ষেত্রে আপনাকে যতটা ভাড়া হবে তার অর্ধেক শতাংশ টাকা দিয়ে টিকিট আপনাকে বের করতে হবে। ওয়েটিং লিস্টে থাকা পেসেঞ্জারের ক্ষেত্রে কোন রকম ডুবলিকেট টিকিট পাওয়া যায় না।