৫৭ বছর বয়সেও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় রামায়ণ সিরিয়ালের সীতা

6
৫৭ বছর বয়সেও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় রামায়ণ সিরিয়ালের সীতা

আজও সকলের মনে রামানন্দ সাগরের রামায়ণের মা সীতার কথা মনে রয়েছে। এই ধারাবাহিকে মা সীতার চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী দীপিকা চিখালিয়া। অভিনেত্রী দীপিকার কাছে এই ধারাবাহিকটি তার ক্যারিয়ারের অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল। অভিনেত্রীকে দেখা গিয়েছিল সীতার চরিত্রে অভিনয় করতে।

বর্তমানে দীপিকার বয় ৫৭ বছর যিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। মাঝে মাঝে এই নিজের মেয়েদের ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেন। অভিনেত্রী ১৯৯১ সালে ২৩ নভেম্বর হেমন্ত টপিওয়ালার সঙ্গে বিয়ের বাঁধনে আবদ্ধ হন। অভিনেত্রী নিজের জীবনের প্রেমের কাহিনীর গল্প একবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছিলেন।

অভিনেত্রীর স্বামী অর্থাৎ হেমন্ত টপিওয়ালার সঙ্গে দেখা হয়েছিল শ্রীঙ্গার ব্রান্ডের বিজ্ঞাপনে, তারপরে বেশ কিছুদিন তাদের মধ্যে আর কোন সাক্ষাৎ হয়নি, পরে অবশ্য দেখা হওয়ার পর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। সেখান থেকেই প্রেমের সম্পর্ক, এরপর তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।

অভিনেত্রীর ৩২ বছরের বিবাহিত জীবন। তাদের দুজন কন্যাও রয়েছে জুহি এবং নিধি। জুহি এবং নিধি মায়ের মতই সুন্দরী তবে, তারা অভিনয় জগতে আসেননি।