খাবারের শেষ অংশ খেয়ে ফেলা বাস্তুশাস্ত্রের নিয়ম বিরুদ্ধ কাজ! দেখে নিন

22
খাবারের শেষ অংশ খেয়ে ফেলা বাস্তুশাস্ত্রের নিয়ম বিরুদ্ধ কাজ! দেখে নিন

আমরা প্রায় সবাই খাবারের শেষ অংশ খেয়ে ফেলি। কিন্তু খাবারের শেষ অংশ খেয়ে ফেলা উচিত নয়। এটি বাস্তুশাস্ত্রের নিয়ম বিরুদ্ধ কাজ। দেখে নিন খাবারের শেষ অংশ খাওয়া উচিত নয় কেন।

নিজের দীর্ঘায়ুর জন্য এবং জীবনে যদি সাফল্য পেতে চান তবে খাবারের শেষ অংশ খাবেননা। অনেকে নিজেদের খাবারের শেষ অংশ কাঁক, কুকুর বিড়াল বা অন্য কোনো পশুপাখিকে খেতে দেন।

এরকম করা কখনোই উচিত নয়। যদি পশু পাখিদের খাওয়াতে চান তবে আগে থেকে তাদের জন্য খাবার আলাদা করে রাখুন।খাবারের শেষ অংশ খেতে থাকলে জীবন দুঃখ কষ্টে জর্জরিত হয়ে ওঠে, সঙ্গী-সুখ থেকে বঞ্চিত হতে পারেন।