অন্তঃসত্ত্বা অবস্থায় যে খাবার গুলি খেলে বিপদের সম্ভাবনা বেড়ে যায়! জেনে নিন

28
অন্তঃসত্ত্বা অবস্থায় যে খাবার গুলি খেলে বিপদের সম্ভাবনা বেড়ে যায়! জেনে নিন

একটি গবেষণা থেকে জানা গেছে, অন্তঃসত্বায় চা বা কফি খেলে ক্ষতি হতে পারে সন্তানের।

একটি ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা গেছে, অন্তঃসত্ত্বা অবস্থায় ইঁদুরকে ক্যাফিন খাওয়ানোর ফলে ইঁদুরটি যে বাচ্চার জন্ম দিয়েছে, সেটির ওজোন খুব কম।

গর্ভাবস্থায় কফি বা চা খেলে সন্তানের লিভারের অসুখের সম্ভাবনা থাকে।

জার্নাল অফ এন্ডোক্রিনোলজি-তে প্রকাশিত হয়েছিল, গর্ভাবস্থার সময় কফি খাওয়ালে সন্তানসম্ভবার শরীরে যে ক্যাফিন জমা হয় তার ফলে সন্তানের লিভারের ঠিকমতো গ্রোথ হয়না।

ক্যাফিনের পরিমান শরীরে বাড়লে অন্তঃসত্ত্বাদের ঘুমেরও ঘাটতি হয়।