মমতাকে সৌজন্যমূলক ফোন দ্রৌপদী মুর্মুর

23
মমতাকে সৌজন্যমূলক ফোন দ্রৌপদী মুর্মুর

দ্রৌপদী মুর্মু এখন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) প্রেসিডেন্ট পদপ্রার্থী। শুক্রবার দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদ পাওয়ার সহ বেশ কয়েকজন প্রধান বিরোধী নেতাকে ফোন করে তাঁদের সমর্থন চাইলেন।

অভিজ্ঞমহলের কথায়, বিরোধীদের ভোট কোন প্রার্থীর দিকে যাবে তা পরিষ্কার। কিন্তু, নির্বাচনের আগে সৌজন্যমূলক এই ফোন অত্যন্ত প্রাসঙ্গিক। সূত্রের খবর, দ্রৌপদীর ফোন পেয়ে সৌজন্য বজায় রেখে শুভকামনাও জানিয়েছেন মমতা।

প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। তাঁকে প্রার্থী হিসেবে নির্বাচন করার পর থেকে বিশেষজ্ঞ মহল দাবি করেছে, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়ে দোরগোড়ায় নির্বাচন।

সেক্ষেত্রে দ্রৌপদী মুর্মু যদি নির্বাচনে জয়ী হন সেক্ষেত্রে দেশ প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পাবে। ফলে তা গেরুয়া শিবিরকে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।