আগের দিনে সমস্ত জাহাজের তলায় লাল রঙ করা হত। আর সেটা করা হত তা আমরা জানি না। জানার কথাও না। কিন্তু এখন কিছু বিশেষজ্ঞের মুখ থেকে শোনা যায়, এই লাল রঙ করার কারণ। বিশেষ করে যেখানে জাহাজ মেরামত করে বা ডুবন্ত জাহাজ তোলা হলে, তা দেখলেও বোঝা হয়তো সম্ভব।
এই লাল রঙের কারণ আমরা জানতে পেরেছি এক বিশেষজ্ঞের কাছ থেকে। তিনি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে যেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছে। আগের দিনে জাহাজ স্বাভাবিকভাবেই তৈরী করা হত কাঠ দিয়ে।
আর জলের মধ্যে অনেক পোকাই এমন থাকত যারা কাঠ খেত, এর ফলে ক্ষয় হওয়ার ভয় থাকত। তাই কপার অক্সাইডের একটা প্রলেপ লাগানো হতো। এই কপার অক্সাইড আবার লাল রঙের। তাই জাহাজের নীচের অংশ লাল দেখাতো।