জানেন কি বলিউডের বিষাক্ত প্রেমিকা কারা? জেনে নিন

38
জানেন কি বলিউডের বিষাক্ত প্রেমিকা কারা? জেনে নিন

প্রেমিক অথবা প্রেমিকা যদি মনের মত না হোন তাহলেই বিপদ। মনের মত জীবনসঙ্গী না পাওয়া গেলে জীবনটাই হয়ে উঠতে পারে বিষাক্ত। বিষাক্ত প্রেমিকা ঠিক কয় ধরনের হয়? বলিউডে রয়েছে তার কিছু নিদর্শন। এক নজরে দেখে নিন বলিউডের বিষাক্ত প্রেমিকা কারা।

রাব নে বানা দি জোড়ির তানি : একজন সৎ, যত্নশীল, দায়িত্ববান স্বামী পেয়েও তানি তাকে অবহেলা করেছিল। প্রেমে পড়েছিল অন্য আরেকজনের। তানির স্বামী তাকে খুশি রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করতেন। যদিও পরে অবশ্য সে জানতে পারে তার স্বামী এবং তার প্রেমিক একই ব্যক্তি।

তনু ওয়েডস মনুর তনু : তনু চরিত্রের মেয়েদের অভাব নেই সমাজে। মনুর সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও নিজের প্রেমিকের সঙ্গে সম্পর্ক চালিয়ে যায় তনু। এদিকে সবকিছু জেনেও তনু মুখ বুজে সহ্য করতে বাধ্য হয়। এমন বোকা প্রেমিকেরও অভাব নেই।

জিন্দেগি না মিলেগি দোবারার নাতাশা : এই ছবিতে নাতাশা চরিত্রটি নিঃসন্দেহে ছবির অন্যতম আকর্ষণ ছিল। যে তার বাগদত্তের ব্যাচেলর পার্টিতে হাজির হয়ে পুরো আনন্দটাই মাটি করে দিতে চেয়েছিল। এ ছাড়াও বহু ক্ষেত্রে বহুভাবে বাগদত্তের জীবন অতিষ্ঠ করে তুলেছিল নাতাশা।

হাসি তো ফাসির করিশ্মা : ইনি যে কোনো পরিস্থিতিতে নিজের কাজ হাসিল করার জন্য প্রেমিককে ছেড়ে দেওয়ার হুমকি দিতেন!

স্টুডেন্ট অফ দ্য ইয়ারের শানায়া : শানায়া এমন একটি চরিত্র যে মানুষ চিনতে পারে না। যে তাকে ভালবেসে তাকে তার প্রেমিকের কাছে পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যায়, তাকেও সে বুঝতে পারে না। এদিকে তার প্রেমিক আবার অন্য মেয়ে নিয়ে মগ্ন।