আমরা সকলেই বাড়িতে করুণা কোন নির্দিষ্ট জায়গাতে খাবার খেতে বসি। অনেকেই বাবা-মায়ের সঙ্গে খাবার খায়, অনেকে আবার টিভি দেখতে দেখতে। কিন্তু আমরা অনেকেই জানি না যে, খাবার খেতে বসা নির্দিষ্ট একটি দিক আছে। আপনার জীবনের সমস্ত ভালো সময় কিন্তু নির্ভর করে আপনার খেতে বসা দিকের ওপর।
ভারতের সনাতন ধর্ম অনুযায়ী, প্রত্যেকটি দিকে মুখ করে খেতে বসার প্রত্যেকটি আলাদা আলাদা ফলাফল রয়েছে। চলুন আজকে জেনে নেওয়া যাক, সেই সমস্ত দিকের কথা।
মনুসংহিতায় বলা হয় যে, আপনি যদি পূর্ব দিকে মুখ করে খাবার খেতে বসেন, তাহলে আপনার সংসার জীবনে আপনি আয়ু বৃদ্ধির কামনা করেন। পশ্চিম দিকে মুখ করে বসলে আপনি আপনার জীবনে ধন-সম্পদ কামনা করেন।
উত্তর দিকে যদি মুখ করে খাবার খান,তাহলে মনে করা হয় যে আপনি জীবনে সৎ এবং আদর্শনিষ্ঠ হয়ে থাকার কামনা করেন। যিনি দক্ষিণ দিকে মুখ করে খাবার খান, তারা যশের প্রত্যাশী হন। তবে বাবা-মা বেঁচে থাকলে কোন দিন দক্ষিণ দিকে মুখ করে ভোজন করতে নেই।