আমরা সকলেই জানি ইংরেজিতে তোয়ালেকে বলা হয় টাওয়েল। এই কথাটি আমরা ছোটবেলা থেকে শুনে শুনে অভ্যস্ত। এটি প্রচলিত সত্যি কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন গামছাকে ইংরেজিতে কি বললে ভাল হয়? এই গামছার ইংরেজি কথা নিয়ে নানারকম দ্বন্দ্ব রয়েছে। তবে একথা সত্যি গামছা সরাসরি ইংরেজি অর্থ কিছুটা খটমট।
আপনি সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন অনেকেই জানে না গামছার ইংরেজি অর্থ কি। গামছা কথাটি একেবারে গ্রাম বাংলার একটি কথা। গ্রামবাংলায় মানুষ হাতে সুতো বুনে গামছা তৈরি করেন। যদিও কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে গামছার বিক্রি শুরু হয়েছে। তাই গামছার ইংরেজি অর্থ জেনে নেওয়া ভালো এই সময়ে। আন্তর্জাতিক বাজারে গামছা যদি বিক্রি করতে যান তাহলে এই কথাটি আপনাকে জেনে নিতে হবে।
একাধিক অভিধানে গামছার ইংরেজি অর্থ লেখা রয়েছে, a napkin made by hand loom. অর্থাৎ হাতে তৈরি ন্যাপকিনকে বলা হয় গামছা।