জানেন কি অভিনেত্রী আয়েশা জুলকার জীবন কাহিনি? দেখে নিন

25
জানেন কি অভিনেত্রী আয়েশা জুলকার জীবন কাহিনি? দেখে নিন

অভিনেত্রী আয়েশা জুলকা ১৯৯১ সালে কুরবান চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন, তবে চলচ্চিত্র জগতে বেশিদিন স্থায়ী থাকতে পারেনি এই অভিনেত্রী। আয়েশা জুলকা জন্মগ্রহণ করেন শ্রীনগরে। ছোট থেকেই তিনি বলিউডে আসার স্বপ্ন দেখছিলেন তবে এই স্বপ্ন সত্যি করতে গিয়ে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীকালে পরিবারের সম্মতি নিয়েই বলিউড জগতে পা রাখেন তিনি, তবে বর্তমানে তাকে আর টিভির পর্দাতে দেখা যায় না।

দালাল ছবির মাধ্যমে তার ক্যারিয়ারে কিছুটা অসফলতা আসলেও পরবর্তী আঁচ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বেশ খ্যাতি লাভ করেন। এই অভিনেত্রীকে প্রায় ৫২ টি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়, তবে আয়েশা জুলকার ২৭ বছরের ফিল্ম ক্যারিয়ারে জানা গেছে অনেক অভিনেতার সঙ্গে সম্পর্ক জড়িয়ে ছিলেন।

সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমার, মিঠুন চক্রবর্তী সহ একাধিক অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়ে ছিল। ২০০৩ সালে এক ব্যবসায়ী সমীর ভাশিকেকে তিনি বিয়ে করেন এবং যার পর থেকে তাকে আর বিনোদন জগতে দেখা যায়নি। এতদিন পর্যন্ত প্রায় ৩০ বছরের তার বিবাহিত জীবন তো তার একটাও সন্তান নেই। তবে তার ১৬০ টি সন্তান রয়েছে যাদের তিনি লালন-পালন করছেন।

এটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনে তার নানান সময় ওঠানামা এসেছে। একদিন যখন তিনি স্বামীর সঙ্গে তার সন্তান সম্পর্কে নানা কথা শেয়ার করেন তখন তিনি রাজি হয়ে যান এরপরে তিনি গুজরাটের দুটি গ্রাম দত্তক নেন যেখানে ১৬০টি শিশুর সমস্ত দায়িত্ব তিনি নেন।

তবে সেই শিশুদের তিনি নিজের কাছে না এনে রাখতে পারলেও সেই সমস্ত গ্রামগুলিতে তিনি মাঝে মাঝেই চলে যান। এইভাবেই তিনি সন্তানের আনন্দ অনুভব করেন।