জ্যোতিষশাস্ত্র মতে অনুযায়ী, প্রত্যেকটি নামের প্রথম অক্ষরের কোন না কোন মানে থাকে। ইংরেজি বর্ণমালার প্রতিটি অক্ষরের আলাদা আলাদা অন্তর্নিহিত মানে থাকে। তাই আপনার নামের প্রথম অক্ষরের আলাদা একটি অর্থ রয়েছে আপনার জীবনে। দেরি না করে আজকেই এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জেনে নিন, আপনার নামের প্রথম অক্ষর এর বৈশিষ্ট্য কি।
ইংরেজি বর্ণমালার 19 তম বর্ণ হল S, এই অক্ষর ধারণকারী প্রত্যেকটি ব্যক্তি খুবই সৎ, ভালো এবং উদার হোন। এই সমস্ত মানুষ, ব্যবসা কাজ অথবা বিয়ে, সর্বত্র সঙ্গী হিসেবে খুবই নির্ভরযোগ্য প্রমাণিত হন।
এই সমস্ত মানুষের স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন। সেই মতো নিজের জীবন অতিবাহিত করেন। নিজের জীবন সেই স্বপ্নের মতো পরিচালনা করেনএরা ছবি বুদ্ধিদীপ্ত মানুষ হন। এদের মধ্যে কোন নীতিবোধ চরম পর্যায়ে থাকে, তাই এই সমস্ত মানুষেরা রাজনীতিতে বেশ দক্ষ হন।
কর্মঠ হবার ফলে কর্মজীবনে এরা খুবই সফল স্থান অধিকার করতে পারেন।তবে অতিরিক্ত রাগ থাকার ফলে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয় তাদের। জীবনে প্রথম দিকে অর্থনৈতিক চাপ থাকলেও পরবর্তীকালে তা কাটিয়ে উঠতে পারেন এরা। প্রচন্ড পরিমাণে বিশ্বস্ত হবার কারণে সহজেই মানুষের মন জয় করে নিতে পারেন এরা। এই সমস্ত মানুষের জীবনে বেগুনি রং শুভ প্রভাব ফেলে।