উকুনের সমস্যায় ভুগছেন? উকুন তাড়ানোর জন্য কোনো কেমিক্যাল না লাগানোই ভালো। জেনে নিন কিভাবে ঘরোয়া উপায়ে উকুন তাড়াবেন।
উকুন তাড়ানোর জন্য শ্রেষ্ঠ ঘরোয়া উপায় টি ট্রি অয়েল। এই তেলের গন্ধ উকুন সহ্য করতে পারেনা এবং উকুনের বংশবৃদ্ধিও রোধ করে এই তেল ।তবে টি ট্রি অয়েল সরাসরি মাথায় লাগানো উচিত নয়, তাতে চুলকুনি হতে পারে।
এক চামচ টি ট্রি অয়েল নিয়ে তার সাথে খুব এ স্বল্প পরিমানে ল্যাভেন্ডার অয়েল মেশান।তারপর এই মিশ্রনটিকে মাথায় লাগিয়ে রাখুন।পরেরদিন ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৩ চামচ নারকেল তেলের সাথে এক চামচ টি ট্রি অয়েল মিশিয়েও রাতে মাথায় লাগিয়ে রাখতে পারেন।পরের দিন শ্যাম্পু করে নিন।তবে প্রেগনেন্ট মহিলা এবং ৫ বছরের কম বয়সি শিশুদের এই তেলের ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে।