জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিবারণ পেতে করুন এই কাজ

16
জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিবারণ পেতে করুন এই কাজ

আমরা সকলে ঈশ্বরের কাছে ঋণী। ঈশ্বর আছেন বলেই আমাদের অস্তিত্ব রয়েছে। কখনো যে কোন বিপদে পড়লে আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। হিন্দু মতানুসারী ৩৩৩ কোটি দেবতার হয়েছে আমাদের। তার মধ্যে অন্যতম হলেন মা তারা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মা তারা কে মন থেকে বিশ্বাস করেন। মায়ের শরণাপন্ন হয়ে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিবারণ পেতে চায়।

যে সমস্ত মানুষের জীবনে আত্মবিশ্বাস খুঁজে পায়না, তারা একমাত্র সফলতা লাভ করতে পারে মা তারার আশীর্বাদে। জীবনে ব্যর্থতা বলে যখন হতাশা সৃষ্টি করে, তখন একমাত্র মা ই পারেন ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাতে। নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেন মা তারা। মায়ের আশীর্বাদে সমস্ত বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাই। তার দেখানো পথ অনুসরণ করলে সমস্ত সমস্যা সহজেই সমাধান হয়ে যায়।

আমাদের পশ্চিমবঙ্গে তারাপীঠের রয়েছে মা তারার তীর্থস্থান। যেখানে মা তারার দর্শন পেলে এক নিমেষে মন শান্ত হয়ে যায়। সাধক বামাক্ষ্যাপা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তার দেখানো পথেই আজও লক্ষ লক্ষ ভক্তরা ছুটে যান মায়ের দর্শন পাবার জন্য।