ভাগ্য ফেরাতে কালী পুজোর রাতে করুন এই কাজ! মিলবে সুফল

68
ভাগ্য ফেরাতে কালী পুজোর রাতে করুন এই কাজ! মিলবে সুফল

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি পার্বণ হলো দীপাবলি। আলোর উৎসব দীপাবলি। দীপান্বিতা আমাবস্যায় কালীপুজোর রাতে ঘরে ঘরে প্রদীপ জ্বেলে অন্ধকার দূর করেন আপামর বাঙালি। কৃষ্ণপক্ষের পঞ্চদশ দিনের আলোর উৎসব এবং ধন সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করেন তারা।

দীপাবলি উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। অনেকে বাড়িঘর নতুন রং করে, নতুন আসবাবপত্র কিনে, ডেকোরেশনের জন্য প্রদীপ লাইট ল্যাম্প এবং ঘর সাজানোর জিনিস এবং তার সঙ্গে প্রচুর মিষ্টিও আনেন বাড়িতে। প্রতিবছর নির্দিষ্ট নিয়ম এবং বিধান মেনে কালীপূজো করা হয়।

এদিন লক্ষ্মী গণেশের মূর্তি স্থাপন করে বিধি মেনে পূজা সম্পন্ন করেন অনেকে। এবছর সন্ধ্যে ছটা বেজে 9 মিনিট থেকে রাত আটটা বেজে 4 মিনিট পর্যন্ত পুজোর দিন রয়েছে। দীপাবলি পুজোর আগে আত্মশোধন, উপবাস পালন এবং পূজার সময় বেশ কিছু সংকল্প নিতে হয়।

পূজার সময় কলস প্রতিস্থাপন, ভগবান গণেশ এবং নবগ্রহ পুজো, মহা কালী পুজো, মহা লক্ষ্মী পুজো এবং কুবেরের আরাধনা করা হয়। দীপাবলীর দিন বাড়িতে রঙিন আলপনা দেন অনেকে। তবে বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানো আবশ্যক। আলো কখনো নেভানো উচিত নয়। এইদিন শক্তির আরাধনা করা উচিত। তবেই মিলবে মোক্ষ।