সৌভাগ্যের দিশা পেতে প্রতি রবিবার স্নানের পরে করুন এই কাজ

42
সৌভাগ্যের দিশা পেতে প্রতি রবিবার স্নানের পরে করুন এই কাজ

রবিবার সপ্তাহের প্রথম দিন আর ছুটির দিন তো বটেই৷ তাই এই একটি ছুটির দিনে সকলেই বাড়িতে বসে খাওয়া দাওয়া হই হুল্লোড় আড্ডা বা ঘোরা ফেরায় মেতে ওঠেন৷

তবে রবিবার আবার সূর্যদেবের বার৷ হিন্দু শাস্ত্র মতে রবিবার সূর্যদেবের পুজো করলেই সংসারে আর্থিক সমৃদ্ধি যেমন হয় তেমনি সৌভাগ্যের দিশা দেখা যায় তাই অনেক হিন্দু বাড়িতে রবিবার সূর্য দেবের পুজো করা হয়৷

কিন্তু শাস্ত্র বিদদের মতেে প্রতি রবিবার সূর্যদেবের পুজো করলে সংসারের যাবতীয় নেগেটিভ চিন্তা ভাবনা দূর হয়ে যায় তবে এই সূর্য পুজো করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে- প্রতি রবিবার স্নানের পরে সেই ভিজে কাপড়ে জল নিয়ে সূর্যদেবের আরাধনা করতে হয়৷

গায়ত্রী মন্ত্র জপ করতে হয় অনেকে আবার উঠোনের মধ্যে বিভিন্ন ভাবে জোগাড় করে তবে সূর্য মন্ত্র পাঠ করে সূর্যদেবের আরাধনা করেন যদিও খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম নেই৷

তবে সংসারের গৃহিনী যিনি সূর্যদেবের আরাধনা করছেন তাঁর এই দিনটিতে সিদ্ধ ভাত খাওয়াই উচিত৷