নিম্নমানের কালো চশমা পরছেন? ক্যানসারও হতে পারে এর ফলে আপনার। প্রতি বছরই নতুন নতুন কায়দার কালো চশমা বাজারে আসে। সকলের পক্ষে সেই সব চশমার গুণমান বিচার করে কেনা সম্ভব নয়। কারণ নামী সংস্থার কালো চশমার দামও বেশি হয়।
নতুন কায়দার কালো চশমা কিনতে গিয়ে গুণমানের দিকে নজর দেন না অনেকেই। বিশেষ করে কেমন মানের কাচ ব্যবহার করা হচ্ছে, সে দিকে খেয়াল রাখেন না। ফ্রেমের গড়ন দেখেই কিনে নেন চশমা। নিম্নমানের কাচ যে কালো চশমায় ব্যবহৃত হয়, সেগুলি চোখের পক্ষে খুবই ক্ষতিকারক।
কী কী হতে পারে এর ফলে জানুন:-
১। প্লাস্টিক ব্যবহার করা হয় নিম্নমানের কালো চশমায় কাচের বদলে। টানা বহু দিন এই চশমা পরলে চোখে ছানি পড়তে পারে।
২। অনেকে কর্নিয়া শুকিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এই সমস্যা বাড়িয়ে দিতে পারে কম দামের কালো চশমা।
৩। চোখের পাওয়ার বদলে যেতে পারে এই ধরনের কালো চশমা পরলে। চোখের লেন্সের নানা ধরনের সমস্যাও হতে পারে এগুলির কারণে।
৪। দৃষ্টিশক্তি কমতে পারে এর ফলে।
৫। নিম্নমানের চশমা পরলে, এর চেয়েও বড় ক্ষতি হতে পারে আপনার। হালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষকের করা একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে, যে সব কালো চশমায় নিম্নমানের কাচ বা প্লাস্টিক ব্যবহার করা হয়, সেগুলি চোখের পাতার ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দেয়।