মালদা,১২ জানুয়ারি : মালদা জেলা ৩৪ তম বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার।
বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ, মালদা শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন যুব আবাস ময়দানে বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখেন আধিকারিকরা।
চলছে স্টল এবং মঞ্চ তৈরির কাজ। আগামী ১৯ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা।
নিরাপত্তা এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে বইমেলার মাঠ পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, আগামী ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হবে বইমেলার। মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বইমেলার। বিভিন্ন প্রকাশনী আসছে বইমেলায়। মেলা চলাকালী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বইমেলা প্রাঙ্গণে। সমস্ত দিক খতিয়ে দেখা হয় এদিন।