বেশ কয়েকদিন আগে থেকেই সারের কালোবাজারি নিয়ে সরব হয়েছিল পুরাতন মালদা ব্লকের চাষিরা এবং তাদের দাবি যে সারেরকালোবাজারি চলছে এবং তা নিয়ে বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি সুরাহা।
এবং বিপাকে পড়েন পুরাতন মালদার বেশ কিছু অঞ্চলের চাষীরা তাদের বক্তব্য স্যারের দাম ঊর্ধ্বমুখী এবং সেই অনেক সময মিলছে না সার তাই একাধিকবার অভিযান করা সত্ত্বেও এবং বিভিন্ন দপ্তরের জানানো সত্ত্বেও হয়নি সুরাহা অন্যদিকে এই ঘটনার কয়েকদিন পরেও আজও চাষিরা মাঠে নামতে পারেননি চাষবাসের জন্য।
তাই স্যারের কালোবাজারি বন্ধের দাবি তুলে পুরাতন মালদা আটমাইল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোব দেখান তারা এবং টানা ৪০ মিনিট ধরে চলে অবরোধ আর অবরোধের ফলে আটকে পরে যানবাহন এছাড়াও বিক্ষিপ্ত উত্তেজনা সৃষ্টি হয় অবরোধে।
ঘটনার খবর পেয়ে ছুটে যাই মালদহ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কৃষি দপ্তরের আধিকারিক পিসি দপ্তরের আধিকারিক এর এবং পুলিশি আশ্বাসে অবরোধ এবং স্বাভাবিক হয়