অভিনয় জগতে ফের মৃত্যু শোক! আত্মহত্যা করলেন ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে

7
অভিনয় জগতে ফের মৃত্যু শোক! আত্মহত্যা করলেন ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে

অভিনয় জগতে ফের আরেকবার মৃত্যু শোক। গত কয়েক বছর থেকে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী নিজেদের ব্যক্তিগত কারণ হোক বা অন্যান্য কারণের জন্য আত্মহত্যা করছে। অনেকের কারণ হয়তো জানা যাচ্ছে আবার অনেকের কারণ চাপা পড়ে থাকছে।

সম্প্রতি এমনই একটি খবর সামনে এসেছে। ভোজপুরি ইন্ডাস্ট্রির এক অভিনেত্রী বারানসীর একটি হোটেলে আত্মহত্যা করেছে। অভিনেত্রীর নাম জানা যাচ্ছে আকাঙ্ক্ষা দুবে। হোটেল ঘরে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে। হঠাৎ করে কোন কারণের জন্য তাকে এই সিদ্ধান্ত নিতে হলো সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। এই অভিনেত্রী ভোজপুরি ইন্ডাস্ট্রির রুপোলি পর্দায় মেরি জং মেরা ফেয়সলা দিয়ে অভিষেক করেছে। সেখান থেকেই তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন? কোন কারণের জন্য ? এমনটা করতে বাধ্য হয়েছে অভিনেত্রী।

ইতিমধ্যে দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, স্বাভাবিকভাবেই এই খবর ভোজপুরি ইন্ডাস্ট্রির উপর প্রভাব ফেলেছে অনেকটাই। একের পর এক অভিনেতা অভিনেত্রী এই ধরনের কঠিন পদক্ষেপ নিচ্ছে তাহলে কি? তাদের কি পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গেছে? না এমন কোন কাজের সাথে তারা জড়িয়ে পড়ছে যার ফলে তাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে? সবটাই এখন ধোঁয়াশার মধ্যে। পুলিশ নিয়ম মেনে তদন্ত চালাচ্ছে অনুমান করা হচ্ছে সত্যিটা সামনে আসবেই। জানা গিয়েছে অভিনেত্রী ভাদোহি জেলার চৌরি এলাকার পারসিপুর গ্রামের বাসিন্দা।