রেশন ডিলারদের ‘গোপন বৈঠক’ পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়েই৷ ডিলারদের রাজ্যে দুয়ারে রেশন বন্ধ করতেই এই বৈঠক ৷ কমিশন বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সরকারের কাছে দরবার করেও কোনও ফল হয়নি।
তাই রেশন ডিলারদের দুয়ারে রেশন বন্ধ করতে এই সিদ্ধান্ত। এই বৈঠকেই বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলারস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বৈঠক হয়। তাঁদের সঙ্গে ডিলারদের আরও কয়েকটি সংগঠন উপস্থিত ছিল বলে সূত্রের খবর ।
এই রেশন ডিলারদের দাবি, রাজ্য সরকার রাজনৈতিক ফায়দা তুলতেই রেশন ডিলারদের ব্যবহার করেছে ৷ তাই রাজ্য সরকারকেও রাজনৈতিকভাবে ফাঁদে ফেলতেই তাদের এই আক্রমণ।
এই বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বেশ কিছু রেশন ডিলার জানান, করোনার সময়ে যখন সকলেই ঘর বন্দি তখন একমাত্র রেশন ডিলাররাই গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে রেশন বন্টন করেছিল । সেই সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একাধিক ডিলারের ৷ কিন্তু, কোনও প্রকার সরকারি সাহায্য মেলেনি । এদিকে বিষমদ খেয়ে মৃত্যু হলে সরকারি সাহায্য মেলে ৷ তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন রেশন ডিলাররা ৷